উত্তর : নেটের বেড়া যথেষ্ট নয়। মসজিদ ও ক্ববরের মাঝে পৃথকীকরণের জন্য একটি দেওয়াল দেয়া অপরিহার্য। পৃথকীকরণ ব্যতীত ঐ মসজিদে ছালাত আদায় করা জায়েয নয়। রাসূল (ﷺ) বলেছেন, لَا تَجْلِسُوْا عَلَى الْقُبُوْرِ وَلَا تُصَلُّوْا إِلَيْهَا ‘তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে ছালাতও আদায় করবে না’ (ছহীহ মুসলিম, হা/৯৭২)। শারঈ দলীলের আলোকে বহু প্রাচীন ও প্রসিদ্ধ কথা হল, দ্বীন ইসলামে মসজিদ ও কবরকে একত্রিত করা জায়েয নয় (আর-রাদ্দ ‘আলাল আখনাঈ, পৃ. ১১৮; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ১২/৩১)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, চাঁপাইনবাবগঞ্জ সদর।