উত্তর : উক্ত হাদীছে বানী ইসলাঈলের সেই নারী কেন্দ্রিক ঘটনাটি হল- বানী ইসরাঈলের ‘আমীল নামক ব্যক্তি তার ভাইয়ের ছেলের মেয়ে কিংবা তার চাচার স্ত্রীকে বিবাহ করার জন্য তাদেরকে হত্যা করেছিল অথবা বানী ইসরাঈলের বাল‘আম ইবনু ‘আঊরা নামক ব্যক্তি সর্বদা তার স্ত্রীর আনুগত্য করার কারণে ধ্বংস হয়েছিল এবং অনেক আলেমও এই কারণে ধ্বংস হয়েছিল (ফাইযুল ক্বাদীর, ২য় খণ্ড, পৃ. ২২৬)।
প্রশ্নকারী : নাছিরুদ্দীন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।