উত্তর : ছাদাক্বাহ হল- ফক্বীর, মিসকীন, মুখাপেক্ষী, অভাবগ্রস্ত, অভাবী ও দরিদ্রদের প্রয়োজন পূরণার্থে ইবাদত স্বরূপ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেয়া হয়ে থাকে। কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং যে কোন ফক্বীর, মিসকীনকে দেয়া যাবে। প্রদান করার সঙ্গে সঙ্গে গ্রহীতা প্রদত্ত সম্পত্তির মালিক হয়ে যায় (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৪৬১৪)। পক্ষান্তরে ওছিয়ত বা উইল শুধু ফক্বীর, মিসকীনকে করা শর্ত নয়, বরং গরীব-ধনী, আত্মীয়-অনাত্মীয়, মসজিদ নির্মাণ, মাদরাসা নির্মাণ, জিহাদের রাস্তা সকল খাতে দেয়া বৈধ। এক্ষেত্রে একজন ব্যক্তি তার সমুদয় সম্পত্তির এক-তৃতীয়াংশের বেশি উইল করতে পারবেন না। উইল কার্যকর হয় মূল মালিকের মৃত্যুর পর। আর ওয়ারিশ বা উত্তরাধিকারদের নামে উইল করা বৈধ নয়। কারণ রাসূল (ﷺ) বলেছেন, ‘অবশ্যই আল্লাহ তা‘আলা প্রত্যেক হক্বদারের হক্ব (নির্দিষ্ট করে) দিয়েছেন। সুতরাং কোন উত্তরাধিকারীদের জন্য ওছিয়ত করা যাবে না’ (তিরমিযী, হা/২১২০; আবূ দাঊদ, হা/২৮৭০; শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-এর অফিশিয়াল ওয়েবসাইট)।
প্রশ্নকারী : যিয়াউর রহমান, গোপালগঞ্জ।