উত্তর : মুসাফির যদি একাকী বা ইমামতি করেন, তাহলে তিনি কছর করে ছালাত আদায় করবেন। আর যদি মুক্তাদি হয়ে মুক্বীম ইমামের পিছনে ছালাত আদায় করেন, তাহলে তাকে ছালাত পুরা করে পড়তে হবে (ইরওয়াউল গালীল, পৃ. ৫৭১)।
প্রশ্নকারী: মীযানুর রহমান ভূঁইয়া, ময়মনসিংহ সেনানিবাস।