উত্তর : এমন ব্যক্তির নিকট থেকে দ্বীনের জ্ঞান নেয়া যাবে না। আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। কেননা যে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন (ছহীহ বুখারী, হা/৪৮৩০; আবূ দাঊদ, হা/১৬৯৮)। যারা সম্পর্ক ছিন্ন করে তারা আল্লাহর অভিশাপপ্রাপ্ত (সূরা মুহাম্মাদ : ২২-২৩)। মুহাম্মাদ ইবনু সীরীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এ জ্ঞান দ্বীনের অংশ, সুতরাং তোমরা দেখ কার নিকট থেকে দ্বীন গ্রহণ করছ’ (ছহীহ মুসলিম, ‘মুকাদ্দাম’ দ্র., হা/২৬)। সুতরাং কোন বিদ‘আতী এবং প্রবৃত্তির অনুসরণকারী ব্যক্তির নিকট থেকে দ্বীন গ্রহণ করা বৈধ হবে না।
প্রশ্নকারী : আল-আমীন, চব্বিশ নগর, রাজশাহী।