উত্তর : ইমাম, মুয়াযযিন ও মাদরাসার শিক্ষকদেরকে সম্মানজনক বেতন বা ভাতা প্রদান করা শরী‘আত সম্মত (ছহীহ বুখারী, হা/২০৭০ ও হা/৫৭৩৭)। তাই কর্তৃপক্ষের দায়িত্ব হল, তাদের জন্য সম্মানি নির্ধারণ করা’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১১/৩৫১; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ৭/৪২০-৪২৩ পৃ.)। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘প্রয়োজনে মসজিদের ইমাম বা মুওয়াজ্জিনকে বেতন দেয়া বৈধ’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৩/৩৬৭ পৃ.)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, ‘প্রয়োজনে কুরআন শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করা জায়েয। মাদরাসার শিক্ষকদের বা মাদরাসার দায়িত্বে থাকা অন্যান্য ব্যক্তিদের বেতন ভাতা দেয়া বৈধ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ১৫/৯৬-৯৯; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৪২০০৫)।
প্রশ্নকারী : রাসেল খন্দকার, মাদারীপুর।