উত্তর : সূরা কাহ্ফ জুমু‘আর রাত বা দিনে যেকোন সময় পড়া যাবে। জুম‘আর রাত শুরু হয় বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে এবং শেষ হয় জুমু‘আর দিন সূর্য ডুবার মাধ্যমে। অতএব সূরা কাহ্ফ পড়ার সময় হচ্ছে, বৃহস্পতিবার সূর্য ডোবা থেকে শুরু করে জুমু‘আহ বারের সূর্য ডোবা পর্যন্ত। মুনাভী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘হাফেয ইবনে হাজার (রাহিমাহুল্লাহ) তাঁর ‘আমালীতে’ বলেছেন, ‘এভাবে কিছু রেওয়ায়েতে ‘জুমু‘আর দিন’ উদ্ধৃত হয়েছে। আর কিছু রেওয়ায়েতে ‘জুমু‘আর রাত’ উদ্ধৃত হয়েছে। উভয়টির মাঝে সমন্বয় এভাবে যে, উদ্দেশ্য হচ্ছে রাতসহ দিন এবং দিনসহ রাত’ (ফায়যুল ক্বাদীর, ৬/১৯৯)। মুনাভী (রাহিমাহুল্লাহ) আরও বলেন, ‘অতএব জুমু‘আর দিনে সূরা পড়া মুস্তুাহাব; অনুরূপভাবে জুমু‘আর রাতেও, যেমনটি ইমাম শাফেঈ দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন (ফায়যুল কাদীর, ৬/১৯৮ পৃ.; ইসলাম সাওয়াল ও জাওয়াব, ফৎওয়া নং-১০৭০০)।
প্রশ্নকারী : রওশন, খুলনা।