সোমবার, ১৯ মে ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
উত্তর : খাঁটি ঈমানদারগণ ও মুত্তাক্বীদেরকে আল্লাহর ওলী বলে, যাঁরা তাঁদের সকল বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ তা‘আলাকে স্মরণ করে, তাঁর আদেশসমূহকে পালন করে এবং নিষেধগুলোকে বর্জন করে। আল্লাহ বলেন, ‘মনে রেখো! আল্লাহর ওলীদের (বন্ধুদের) কোন আশঙ্কা নেই আর তাঁরা বিষণ্ণ ও হবে না। তাঁরা হচ্ছেন সেই লোক, যাঁরা ঈমান এনেছে এবং তাক্বওয়া অবলম্বন করেছে। তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে এবং পরকালেও, আল্লাহর বাণীসমূহের কোন পরিবর্তন নেই, এটাই হচ্ছে বিরাট সফলতা’ (সূরা ইউনুস : ৬২-৬৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৭২৮৩)।

উক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আল্লাহ তা‘আলা জানিয়ে দিচ্ছেন যে, তাঁর বন্ধু হচ্ছে ঐ সমস্ত লোক যারা ঈমান আনয়নের পর আল্লাহভীরুতাও অবলম্বন করে থাকে। সুতরাং এমন প্রত্যেক ব্যক্তি যারা ঈমানদার ও আল্লাহভীরু তাঁরাই আল্লাহর বন্ধু। তাঁরা মহাপ্রলয়ের দিবস সম্পর্কে এবং পারলৌকিক অবস্থা সম্পর্কে মোটেও শংকিত নন। আর দুনিয়ার জীবন সম্পর্কেও তাঁরা কখনো দুঃখ-চিন্তায় নিমগ্ন হন না। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা), ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) এবং অন্যান্য একাধিক সালাফ বলেন, ‘আল্লাহর অলী হচ্ছে ঐ লোকেরা যারা সদা-সর্বদা আল্লাহর স্মরণ ও চিন্তায় নিমগ্ন থাকেন’।
আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু এমন লোকও রয়েছে যারা নবীও নন এবং শহীদও নন। কিন্তু ক্বিয়ামতের দিন আল্লাহর নিকট তাঁদের মর্যাদা দেখে নবী ও শহীদগণ তাঁদের উপর ঈর্ষান্বিত হবেন এবং তাঁদের মত মর্যাদা কামনা করবেন। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ) আমাদের অবহিত করুন, তাঁরা কারা? তিনি বলেন, তাঁরা ঐ সব লোক যারা আল্লাহর মহানুভবতায় পরস্পরকে ভালোবাসে, অথচ তাঁরা পরস্পর আত্মীয়ও নন এবং পরস্পরকে সম্পদও দেননি। আল্লাহর শপথ! তাঁদের মুখমণ্ডল নূরানী হবে এবং তাঁরা নূরের আসনে উপবেশন করবেন। যখন মানুষেরা ভীত অবস্থায় থাকবে, তখন তাঁরা ভীত হবেন না। যখন মানুষেরা দুশ্চিন্তাগ্রস্ত থাকবে, তখন তাঁরা দুশ্চিন্তায় পড়বেন না। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করলেন, ‘জেনে রাখো! আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই এবং তাঁরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না’ (সূরা ইউনুস : ৬২; আবূ দাঊদ হা/৩৫২৭; ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৩০২৩; ছহীহুল মাওয়ারিদ, হা/২১২৬; সিলসিলা ছহীহাহ, ৭/১৩৬৯ পৃ.; তাফসীরে ইবনু কাছীর, ৪/২১৪ পৃ.)।

শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি মুমিন ও মুত্তাক্বী তিনিই আল্লাহর অলী। আর যে এমন নয়, সে ওলীও নয়। যার মধ্যে কিছুটা ঈমান ও তাক্বওয়া আছে, তার মধ্যে কিছুটা বন্ধুত্ব আছে’ (ফাতাওয়া মুহিম্মাহ, পৃ. ৮৩)।

উল্লেখ্য, বর্তমান যুগের কোন মানুষ ছাহাবী বা তাবিঈ হতে পারবে না। কেননা এই পরিভাষা একটি নির্দিষ্ট সময়ের লোকদের জন্যই নির্ধারিত। কিন্তু অলী হওয়ার বিষয়টি কোন একটি সময়ের, যুগের, পরিবারের, সমাজের, দলের, উপদলের, গোষ্ঠীর, সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট নয়। বরং এমন প্রত্যেক ব্যক্তি যে বা যারা আল্লাহ তা‘আলা কর্তৃক নির্বাচিত গুণে গুণান্বিত, তাঁরাই আল্লাহর অলী। অথচ আজ আমাদের সমাজের কথিত ধর্মের ঠিকাদাররা স্ব স্ব তরীকা ও মাযহাবের কিছু লোককে ওলীর সার্টিফিকেট প্রদান করেছে, যাদেরকে পীর-ফকীর, দরবেশ বলা হয়। যদিও এদের মধ্যে ওলী হওয়ার কোন গুণ নেই। পক্ষান্তরে আল্লাহ তা‘আলার এ বিধান সমগ্র বিশ্ববাসীর জন্য। যে কেউ ঈমান আনয়ন করে ও তাক্বওয়া অবলম্বন করে, তাঁর আদেশসমূহকে পালন করে এবং নিষেধগুলোকে বর্জন করে অলী হতে পারে’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৭২৮৩)।

ইমাম যাহাবী (রাহিমাহুল্লাহ) আব্দুল ক্বাদির জিলানী (রাহিমাহুল্লাহ) সম্পর্কে বলেন, ‘তিনি শায়খ, ইমাম, আলিম, দুনিয়াবিমুখ, অভিজ্ঞ, সহনশীল, অনুসরণীয়, শাইখুল ইসলাম ও ওলীদের ঝাণ্ডা ছিলেন’ (সিয়ারু ‘আলামিন নুবালা, ২০/৪৩৯ পৃ.)। ইমাম ছাম‘আনী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আব্দুল ক্বাদির ‘জলান’ শহরের বাসিন্দা ছিলেন। তিনি তাঁর সময়কালে হাম্বালী মাযহাবের ইমাম ও শায়খ ছিলেন। এছাড়া তিনি ফিক্বাহশাস্ত্রবিদ, সৎ, ধার্মিক, দ্বীনদার, পরোপকারী, অধিক যিকিরকারী, অবিচল চিন্তাশীল ও দ্রুত অশ্রু প্রবাহিতকারী ছিলেন (সিয়ারু ‘আলামিন নুবালা, ২০/৪৪১ পৃ.)। ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সৎ কার্যের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা ছাড়াও তাঁর ছিল উত্তম চরিত্র ও নিস্তব্ধতা এবং তিনি প্রচুর পরিমাণে ইবাদত করতেন। তাঁর অনুসারী ও সাথীরা তাঁর কথা ও কাজ সম্পর্কে অধিকাংশ বিষয়ে অতিরঞ্জন ও বাড়াবাড়ি করেছে। তিনি সৎ ও আল্লাহভীরু ছিলেন। তিনি ‘গুনইয়াহ’ ও ‘ফুতূহুল-গায়িব’ নামে গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে অনেক ভাল জিনিস রয়েছে। তবে তিনি তার মধ্যে অনেক দুর্বল ও বানোয়াট হাদীছ উল্লেখ করেছেন। মোদ্দাকথা তিনি শায়খদের অন্যতম ছিলেন (আল-বিদায়াহ ওয়ান-নিহায়াহ, ১২/৭৬৮ পৃ.)।

শায়খ ড. সাঈদ ইবনু মুসফির আল-ক্বাহত্বানী (রাহিমাহুল্লাহ) ‘উম্মুল কুরা’ বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি করার সময় শায়খ আব্দুল ক্বাদীর জিলানী (রাহিমাহুল্লাহ)-এর জীবনী ও আক্বীদা নিয়ে গবেষণা করেছিলেন এবং এ সম্পর্কে তিনি ‘আশ-শায়খ আব্দুল ক্বাদীর জিলানী ওয়া আরাউহুল ই‘তিক্বাদিয়্যাহ ওয়াছ-ছূফিয়্যাহ’ নামে একটি গবেষণামূলক প্রবন্ধ রচনা করেন। তিনি তাঁর প্রবন্ধের সারমর্মে লিখেছেন, ‘শায়খ আব্দুল ক্বাদির জিলানী (রাহিমাহুল্লাহ) সালাফী আক্বীদায় বিশ্বাসী ছিলেন। আক্বীদার সকল বিষয়ে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আতের মানহাজ অনুসরণ করতেন। যেমন ঈমান, তাওহীদ, নুবুওয়াত ও ক্বিয়ামতের বিষয়ে। তিনি প্রথম যুগের ছূফীবাদের অন্যতম উস্তাদ ছিলেন। সেই সময় ছূফীবাদের অধিকাংশ বিষয় কুরআন ও সুন্নাহর নিকটবর্তী ছিল। পরবর্তীতে তাদের মধ্যে বাড়াবাড়ি, আতিশয্য, বিশৃঙ্খলা ও বিভ্রান্তি শুরু হয়। তাঁর নামে যে সমস্ত কারামাত বর্ণনা করা হয়ে থাকে, তার সিংহভাগে আতিশয্য ও বাড়াবাড়ি আছে, এবং তার বৃহৎ অংশই ছহীহ নয় (আশ-শায়খ আব্দুল ক্বাদির জিলানী ওয়া আরাউহুল ই‘তিক্বাদিয়্যাহ ওয়াছ-ছূফিয়্যাহ, পৃ. ৬৬০-৬৬১; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৪৩৬১৫, ১২৯৩২)।


প্রশ্নকারী : কাওছার, পত্নীতলা, নওগাঁ।





প্রশ্ন (৩৮) : জনৈক ব্যক্তি স্টুডেন্ট ভিসা নিয়ে প্রবাসে থাকে। প্রতি সপ্তাহে ২৪ ঘণ্টা কাজের অনুমতি থাকলেও রাত জেগে সে ২টা কাজ করে। এছাড়া হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠায়। প্রশ্ন হল- এইভাবে কাজ করা বা টাকা পাঠানো কি হারাম হচ্ছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : একই পশুতে কুরবানী ও আক্বীক্বার নিয়ত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : একজনের বসতবাড়ীসহ ৭৮ শতক জমি রয়েছে। তার এক মেয়ে এক ছেলে ও দু’জন স্ত্রী রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে সন্তান নেই। তবে তার বড় এক ভাই এক বোন রয়েছে। মৃত ব্যক্তির উক্ত সম্পত্তি কিভাবে বণ্টন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : শরী‘আত কাকে বলে? হাদীছ কি শরী‘আতের দলীল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : নাফসের শিরক বলতে কী বুঝায়? নাফসের আনুগত্য বলতে কী বুঝায়? যেমন, সিনেমা দেখা, নন-মাহরামের মন রক্ষার্থে কথা বলা অথবা ইচ্ছা করেই জোহরের সুন্নাত ছালাত ছেড়ে দেয়া প্রভৃতি কাজ কি নাফসের আনুগত্যের মাঝে পড়ে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : প্রচলিত আছে যে, বিলাল (রাযিয়াল্লাহু আনহু) আযান সঠিকভাবে দিতে না পারার জন্য তাকে বাদ দিয়ে নতুন মুয়াযিযন নিয়োগ দেয়। তখন বিলাল (রাযিয়াল্লাহু আনহু) আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ তুমি আমাকে তোতলা বানিয়েছ। এটার জন্য দায়ী তুমি। আর আমার মুয়াযিযন না থাকার দায়ী তুমি। নতুন মুয়াযিযন ফজরের আযান দিল, তখন জিবরীল (আলাইহিস সালাম) এসে বলেন, আজ কি আযান হয়নি? তখন লোকজন বলল, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তখন জিবরীল (আলাইহিস সালাম) বলেন, বিলাল আযান না দিলে সকাল হবে না এবং সূর্যও উঠবে না। প্রশ্ন হল- উক্ত ঘটনার কি কোন দলীল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : নবী (ﷺ) জনৈক ছাহাবীর দাফন শেষে ফিরে আসছিলেন। তখন উক্ত ‘মাইয়েতের স্ত্রী’ তাঁকে খাওয়ার দাওয়াত দিলেন এবং রাসূল (ﷺ) দাওয়াত গ্রহণপূর্বক উক্ত মহিলার বাড়িতে গিয়েছিলেন। অতঃপর খাবার উপস্থিত করা হলে তিনি এবং উপস্থিত অন্যান্য লোকজন খাবার গ্রহণ করলেন। এর আলোকেই মাইয়েতকে কেন্দ্র করে খাবারের আয়োজন করা হয়। তাই উক্ত বর্ণনাটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জানাযার ছালাতের ক্ষেত্রে ওযূ করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মুসলিম হয়েও যারা মসজিদ ভাঙ্গে কিংবা পুড়িয়ে দেয়, তাদের জন্য বদ-দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বর্তমানে কাউকে না জানিয়ে গোপনে বিবাহ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এটা কতটুকু শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫): এক বছরের বাচ্চা যদি ছালাত আদায়ের সময় কাপড়ে পেশাব-পায়খানা করে দেয়, তাহলে এমতাবস্থায় ছালাত চালিয়ে যেতে হবে, না-কি পোশাক পরিবর্তন করে পুনরায় ছালাত আদায় করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ঈদায়েনের তাকবীর সঠিক কোনটি ? তাকবীরের শেষে ‘আল্লাহু আকবার কাবীরা...’ মর্মে অংশ যোগ করে পড়া যাবে কি? ঈদের তাকবীর কোন্ কোন্ সময় ও কতদিন পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ