উত্তর : ওযূ ছাড়া কোন ছালাতই কবুল হয় না (ছহীহ বুখারী, হা/১৩৫; ছহীহ মুসলিম, হা/২২৫)। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَا تُقْبَلُ صَلَاة بِغَيْرِ طُهُوْرٍ ‘পবিত্রতা অর্জন ব্যতীত ছালাত কবুল হয় না’ (ছহীহ মুসলিম, হা/২২৪)। এ কারণে অন্যান্য ছালাতের মত জানাযার ছালাতও ওযূ ছাড়া শুদ্ধ হবে না (নববী, আল-মাজমূঊ, ৫ম খণ্ড, পৃ. ২২৩)।
প্রশ্নকারী : মীযানুর রহমান, কক্সবাজার।