উত্তর : কারো জানাযা হয়ে গেলে তার আর গায়েবানা জানাযা পড়া লাগবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও ছাহাবীগণ গায়েবানা জানাযা পড়েছেন মর্মে কোন বিবরণ পাওয়া যায় না। তবে যদি কোন ব্যক্তির জানাযা না হয়, তাহলে তার গায়েবানা জানাযা পড়া যাবে। অনুরূপ অমুসলিম দেশে কোন ব্যক্তি মারা গেলে তার জানাযা না হলে ঐ ব্যক্তির গায়েবানা জানাযা করা যাবে। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) লোকদেরকে নাজাশীর মৃত্যু সংবাদ দিলেন যেদিন তিনি মারা গেলেন। অতঃপর তাদের নিয়ে ঈদগাহের দিকে বের হলেন এবং তাদের কাতার বেঁধে চারটি তাকবীর বললেন অর্থাৎ জানাযার ছালাত আদায় করলেন’ (ছহীহ বুখারী, হা/১৩৩৩; ছহীহ মুসলিম, হা/৯৫১; মিশকাত, হা/১৬৫২)।
প্রশ্নকারী : রেশমীনা, রাজশাহী।