উত্তর : এ ব্যাপারে কয়েকটি মত পাওয়া যায়। এর মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ মতামত তিনটি। প্রথমতঃ কিছু আলেম বলেন, ফেরেশতারা তৈরি করেছেন। দ্বিতীয়তঃ কিছু আলেম বলেন, আদম (আলাইহিস সালাম) তৈরি করেছেন। যেমন ‘আত্বা, সাঈদ ইবনুল মুসাইয়িব, ইবনুল জাওযী, ইবনু হাজার আসক্বালানী, ইমাম শানক্বিত্বী। তৃতীয়ত মতটি হল, ইবরাহীম (আলাইহিস সালাম) ইবাদতের ঘর হিসাবে সর্বপ্রথম কা‘বা তৈরি করেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ, ইমাম ইবনুল ক্বাইয়িম, ইমাম ইবনে কাছীর, ইমাম আলবানী, শায়খ ছালিহ আল-উছাইমীন প্রমুখ এই মতটিকেই প্রাধান্য দিয়েছেন (আল-লুবাব ফী উলূমিল কিতাব, ৫/৪০১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৪৫৭১৭)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ তাহসীন, ঢাকা।