উত্তর : ফিতরা ব্যক্তির দেহের সাথে সম্পৃক্ত, সম্পদের সঙ্গে নয়। তাই ঈদের চাঁদের রাতে যে শহরে অবস্থান করবে, সেখানেই ফিতরা আদায় করবে। অর্থাৎ যে স্থানে ওয়াজিব হয়েছে, সে স্থানেই আদায় করবে (আল-মুগনী, ৪/১৩৪ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৯৩৭৫৫)। তবে সেখানে যদি ফিতরার মাল নেয়ার মত মুসলিম মিসকীন না থাকে, কিংবা খুঁজে না পাওয়া যায়, তাহলে দেশে পরিবারের মাধ্যমে ফিতরা আদায় করবে’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১৮শ খণ্ড, প্রশ্ন নং-৭৭১)। প্রত্যেকের পক্ষ থেকে এক ছা‘ পরিমাণ ৩ কেজি করে চাউল প্রদান করবে (ছহীহ বুখারী, হা/১৫০৬; ফাতাওয়া শয়খ বিন বায, ১৪/২০১ পৃ.)। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না (ফাতাওয়া ওয়া রাসাইল, ১৮তম খণ্ড, পৃ. ২৭৮)।
প্রশ্নকারী : যিয়াউর রহমান, মালয়েশিয়া।