উত্তর : ইচ্ছাকৃত জন্মতারিখ পরিবর্তন বা কম-বেশী করা বৈধ নয়। জন্মতারিখ পরিবর্তন করা ধোঁকার শামিল। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০২)। জন্ম-মৃত্যু আল্লাহর হাতে। এ বিষয়ে কারো কোন ইখতেয়ার নেই। যার জন্ম বা মৃত্যু যখন যেখানে হওয়ার কথা নির্ধারণ করা আছে, ঠিক তখন এবং সেখানেই হবে (সূরা লুক্বমান : ৩৪)।
প্রশ্নকারী : উম্মে হাবীবা, নড়াইল।