উত্তর : প্রথম স্বামী থেকে ত্বালাক্ব কিংবা খোলার মাধ্যমে বিচ্ছেদ না হয়ে দ্বিতীয় ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া গুরুতর অপরাধ। আর পরের ব্যক্তির সাথে বিয়েই সাব্যস্ত হয়নি। এ ধরনের বিয়ে বাতিল। কারণ ঐ মহিলা এখনো পূর্বের স্বামীর স্ত্রী। এখন ওয়াজিব হচ্ছে, দ্বিতীয় স্বামী থেকে পৃথক হয়ে যাওয়া। কেননা তার সাথে বসবাস করা হারাম। আর এর থেকে পৃথক হওয়ার জন্য কোন ত্বালাক্ব কিংবা খোলার প্রয়োজন নেই। যেহেতু বিয়েই শুদ্ধ হয়নি। আর সন্তান তাদের বাবার সাথেই সম্পৃক্ত হবে, যেহেতু তাদের ভুল ধারণা ছিল বিয়েটা বিশুদ্ধ। এরপর প্রথম স্বামীর কাছে ফিরে যাবে। তবে সে যদি গ্রহণ না করে তাহলে তার থেকে ত্বালাক্ব চাইবে অথবা খোলা করে নেবে। অতঃপর তিন তুহুর ইদ্দত পালন করার পর চাইলে দ্বিতীয় ব্যক্তির সাথে বিয়ে করতে পারবে। আর তখনই সেটা হবে নতুন বিয়ে (ইসলাম সওয়াল ওয়া জওয়াব, প্রশ্ন নং- ২১৫৯৮১)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।