উত্তর : এ ধরনের খানার আয়োজন করা বিদ‘আত। কারণ ৩ দিন অথবা ৪০ দিন কিংবা মৃত্যুবার্ষিকীতে খাওয়ানো বিদ‘আত ও শরী‘আত বিরোধী কাজ। আর এই খানা খাওয়াও হারাম। তবে কোন দিন বা অনুষ্ঠান ছাড়াই শুধু ফকীর-মিসকীনকে খাওয়ানো যেতে পারে। এটা মাইয়েতের জন্য ছাদাক্বাহ হবে। সন্তান এ ধরনের কাজ করলে মৃত ব্যক্তিও নেক কাজের অংশ পেয়ে থাকে (ছহীহ মুসলিম, হা/১৬৩১)।
প্রশ্নকারী : তাজবীর, চকবাজার, চট্টগ্রাম।