উত্তর : ছেলে শিশু, যে দুধ ব্যতীত অন্য কিছু খায় না, সে ব্যতীত অন্য যারই পেশাব কাপড়ে লাগবে সেই কাপড় ধৌত করতে হবে। শুকিয়ে গেলেও পবিত্র হবে না। উক্ত কাপড়ে ছালাতও হবে না (আবূ দাঊদ, হা/৩৭৫, সনদ হাসান ছহীহ; মিশকাত, হা/৫০১)।
প্রশ্নকারী : সুলতানা, ফেনী।
ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ | ৪৫০ বার পঠিত