উত্তর : এগুলো সুস্পষ্ট মিথ্যা। কারণ খলীফা হারুনুর রশীদ উত্তম খলীফাদের একজন। তিনি প্রতি বছর হজ্জ করতেন। তাঁর শাসনামলে আল্লাহ অনেক দেশে ইসলামের বিজয় দিয়েছেন, ইসলাম সম্প্রসারিত হয়েছে, নিরাপত্তা স্থিতিশীল হয়েছে, সচ্ছলতা ব্যাপকতা পেয়েছে, নজিরবিহীনভাবে ধন-সম্পদ এমন বেড়েছে। খলীফা ছিলেন উত্তম চরিত্রের। তিনি আলেমদের সাথে উঠাবসা করতেন। তাদের মতামত গ্রহণ করতেন। তাদের ওয়ায-নসীহত শুনে কাঁদতেন। আল্লাহকে ভয় করতেন। প্রচুর ইবাদত করতেন। তাহাজ্জুদ পড়তেন। কুরআন তেলাওয়াত ও যিকির করতেন। তাঁর মশহূর জীবনী নিয়ে স্বতন্ত্র বইও রচিত হয়েছে। পক্ষান্তরে যে বইটির কথা উল্লেখ করা হল এটি মিথ্যা বানোয়াট; এর কোন ভিত্তি নেই। এটি এমন লোকের মিথ্যাচার যার কোন আমানতদারিতা নেই। এ বই এর মাধ্যমে সে উম্মতকে তার কর্তব্য পালন থেকে দূরে রাখতে চেয়েছে। এসব আজগুবি কেচ্ছা পাঠ করা বা শুনার মাধ্যমে সময় নষ্ট করার পায়তারা করেছে। সুতরাং তার কথায় বিভ্রান্ত হওয়া ঠিক হবে না (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১১২০৫০)।
প্রশ্নকারী : মুহাম্মাদ, রংপুর।