উত্তর : প্রত্যেক ঐ সকল ভাল কথা ও কর্ম সম্পাদন করা, যা করলে আল্লাহ বান্দার উপর সন্তুষ্ট থাকেন, চাই তা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। যেমন- ছালাত, ছিয়াম, পিতা-মাতার খেদমত, হজ্জ-ওমরাহ ইত্যাদি। আবার কোন সময় অন্যায়, গর্হিত বা নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকাকেও আমলে ছালেহ হিসাবে গণ্য করা হয়। যেমন শিরক, বিদ‘আত, অন্যান্য কাবীরা গোনাহ না করা। এমনকি আল্লাহর রাস্তায় জীবন দেয়াকেও আমলে ছালেহ বলে (ছহীহ বুখারী, হা/৯৬৯)।
প্রশ্নকারী : নাজমুল, কুমিল্লা।