উত্তর : যদিও একই রাতে হয় দেশের বা শহরের ভিন্নতার কারণে তা সূচনার ভিন্নতা হয়ে থাকে। যেমন, আরবের কোন দেশে সূর্য অস্ত যাওয়ার পরে সেখানে ক্বদর শুরু হয় এমনিভাবে আফ্রিকার কোন দেশে সূর্য অস্ত যাওয়ার পরে সেখানে ও শুরু হয়, যদিও দুই দেশের সূর্য অস্ত যাওয়ার পার্থক্য ২০ ঘণ্টা। তবুও প্রত্যেক দেশের জনগণই উক্ত রাতকে ক্বদরের রাত হিসাবে গণ্য করবে এখানে দুই দেশে ফেরেশতা অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা হয় না (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২৯৬৮৮)।
প্রশ্নকারী : মেহেদী হাসান, জান্নাতপাড়া, খড়খড়ি, রাজশাহী।