উত্তর : আক্বীক্বা দিতে হবে। সন্তান ৪ মাস গর্ভে থাকার পর যেকোন সময় মৃত্যুবরণ করলে তার আক্বীক্বা দেয়া যায়। মৃত্যু প্রসবের আগে বা পরে হোক। এটাই সর্বাধিক গ্রহণযোগ্য মত। কারণ ৪ মাস পার সন্তানের রূহ ফুঁকে দেয়া হয়, ভালো-মন্দ, জন্মসময় ও মৃত্যু সময় নির্ধারণ করা হয়। এমনকি তার নামও রাখা যাবে (বিস্তারিত দ্র. : বিন বায, উছায়মীন, জিবরীন (রাহিমাহুমুল্লাহ), ফাতাওয়া ইসলামিয়্যাহ, ২/৩২৬ পৃ.; নায়লুল আওত্বার, ৫/১৬০ পৃ.)।
প্রশ্নকারী : নজরুল ইসলাম, সিলেট।