উত্তর : কবর যিয়ারতের জন্য নির্দিষ্ট কোন দিন নির্ধারণ করা যাবে না। যেকোন দিন যেকোন সময় কবর যিয়ারত করতে পারে। শুধু জুমু‘আর দিন কবর যিয়ারত করা সম্পর্কে যে হাদীছ বর্ণিত হয়েছে তা জাল। এর সনদে মুহাম্মাদ ইবনু নু‘মান নামের রাবী অপরিচিত। এছাড়া ইয়াহইয়া নামের রাবী মিথ্যুক। তার বর্ণিত হাদীছগুলো জাল (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/৭৯০১; সিলসিলা যঈফাহ, হা/৫৬০৫, মিশকাত, হা/১৭৬৮; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৬৭৬, ৪/১০৫ পৃ.)।
প্রশ্নকারী : আবুল হোসেন, মোহনপুর, রাজশাহী।