الْحَمْدُ لِلَّهِ يَا رَبِّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِى لِجَلاَلِ وَجْهِكَ وَلِعَظِيمِ سُلْطَانِكَ. لَكَ الْحَمْدُ بِالْإِيْمَانِ لَكَ الْحَمْدُ بالْإِسْلاَمِ لَكَ الْحَمْدُ بِالْقُرْآنِ
উত্তর : দু‘আটি অনেক প্রসিদ্ধ হলেও এর কোন দলীল পাওয়া যায় না। উক্ত দু‘আর আংশিক একটি হাদীছে পাওয়া যায়। কিন্তু হাদীছটি যঈফ (ইবনে মাজাহ হা/৩৮০১; তাখরীজ ফী যিলালিল কুরআন, ১/২ পৃঃ)। এই বানানো দু‘আ পড়া যাবে না।
প্রশ্নকারী : জামীলুর রহমান, মন্সিগঞ্জ।