উত্তর : ইবনু হাজার ‘আসকালানী (রাহিমাহুল্লাহ) ইমাম নববী (রাহিমাহুল্লাহ)-এর বরাত দিয়ে বলেন, নাভীর নিচের পশম বলতে পুরুষ ও নারীর লজ্জাস্থানের পাশের স্থানগুলো পরিষ্কার করা। এমনকি পেশাব ও পায়খানার রাস্তার পার্শবর্তী স্থান সহ। ইবনু দাক্বীক্ব আল-ঈদ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পশম যে স্থানে গজায় সে স্থান পরিষ্কার রাখা’ (ফাৎহুল বারী, ১০/৩৪৩ পৃ.)। সুতরাং প্রয়োজন পড়লে সরাসরি নাভীর নিচ থেকে শুরু করতে পারবে অথবা লজ্জাস্থানের চারপাশে যে স্থানে চুল গজায় সে স্থানগুলো পরিষ্কার করাই যুক্তিযুক্ত।
প্রশ্নকারী : আসলাম, ঝিনাইদহ।