উত্তর : টিবি বা ‘যক্ষা’ শব্দটি এসেছে ‘রাজক্ষয়’ থেকে। ক্ষয় বলার কারণ এতে রোগীরা খুবই শীর্ণ হয়ে পড়েন । যক্ষা প্রায় যেকোনও অঙ্গে হতে পারে পারে, তবে সবচেয়ে বেশি দেখা যায় ফুসফুসে। টিকা বা ভ্যাকসিনেশন-এর মাধ্যমে যক্ষ্মা প্রতিরোধ করা যায় (উইকিপিডিয়া)। এ প্রসঙ্গে উলামায়ে কিরাম বলেন, যদি সৎ মুসলিম ডাক্তারগণ বলেন যে, এমতাবস্থায় ছিয়াম রাখলে তার শারীরিক ক্ষতি হতে পারে অথবা রোগ বৃদ্ধি হতে পারে অথবা আরোগ্য লাভে বিলম্ব হতে পারে, তাহলে তার জন্য ছিয়াম না রাখার সুযোগ রয়েছে। ইনশাআল্লাহ সুস্থ হওয়ার পর সে ক্বাযা আদায় করবে (সূরা আল-বাক্বারাহ : ১৮৫; শায়খ মুহাম্মাদ ইবনু ইবরাহীম (রাহিমাহুল্লাহ)-এর ফাতাওয়া সমগ্র, ৪/১৮১-১৮২ পৃ.)। আর যদি সে পরবর্তীতেও ছিয়াম রাখতে সক্ষম না হয়, তবে প্রতিদিনের পরিবর্তে একজন মিসকীনকে খাবার দিবে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১০৬৪৬৫, ১০৬৪৬৬)।
প্রশ্নকারী : শহীদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।