উত্তর : সম্ভবপর মহিলাদের চিকিৎসা মহিলা ডাক্তার দিয়ে করাই তাক্বওয়ার নিকটবর্তী (সূরা আল-হুজুরাত : ১৩)। তবে বাধ্যগত অবস্থায় সমস্যা নেই (সূরা আল-বাক্বারাহ : ২৮৬)। এখানে বাধ্যগত অবস্থা বলতে, সংশ্লিষ্ট বিষয়ে কোন মহিলা ডাক্তার না থাকা, সময়ের স্বল্পতা, অধিক দূরত্ব, অর্থনৈতিক দৈন্যদশা ইত্যাদি।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মামুন, ফেনী।