উত্তর : নারী-পুরুষ উভয়ের জন্যই তারাবীহর ছালাত আদায় করা সুন্নাতে মুওয়াক্কাদাহ (আল-মাজমূঊ, ৪/৩৭; সুবুলুস সালাম, ২/১১ পৃ.)। রাসূল (ﷺ) বলেছেন, مَنْ قَامَ رَمَضَانَ إِيْمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ‘যে ব্যক্তি রামাযানে ঈমানের সাথে নেকীর আশায় ক্বিয়ামে রামাযান অর্থাৎ তারাবীহর ছালাত আদায় করবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে’ (ছহীহ বুখারী, হা/৩৭, ২০০৮, ২০০৯)। মহিলারা মসজিদে গিয়ে জামা‘আতের সাথে ছালাত আদায় করতে পারে (ছহীহ মুসলিম হা/৪৪২)। তবে বাড়ীতেও তারা একাকী বা জামা‘আতের সাথেও আদায় করতে পারবে। এজন্য কোন পুরুষকে ইমাম নির্ধারণ করতে পারবে (মাজমাউয যাওয়ায়েদ হা/২৩৮৭; ক্বিয়ামু রামাযান, পৃঃ ১৮; তাবারাণী আওসাত্ব হা/৩৭৩১; আবু ইয়ালা ৪/৩৬৯, হা/১৭৬১)।
প্রশ্নকারী : হুমাইরা তাসনীম, খুলনা।