উত্তর : অবশ্যই মসজিদ বলা যাবে এবং পূর্ণ ছাওয়াব হবে। জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, أُعْطِيْتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ مِنَ الْأَنْبِيَاءِ قَبْلِي.....وَجُعِلَتْ لِيْ الْأَرْضُ مَسْجِدًا وَطَهُوْرًا ‘আমাকে এমন পাঁচটি বিষয় প্রদান করা হয়েছে, যা আমার পূর্বে কোন নবীকে দেয়া হয়নি... সমস্ত যমীন আমার জন্য ছালাত আদায়ের স্থান ও পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে’ (ছহীহ বুখারী, হা/৪৩৮; ছহীহ মুসলিম, হা/৫২১)।
প্রশ্নকারী : নাজমুল শাকিল, ঢাকা।