উত্তর : কষ্টকর, ঝামেলা ও ঠাণ্ডাজনিত কারণে ওযূ করার সময় মহিলারা তাদের হিজাবের উপর মাসাহ করতে পারবে। আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কতিপয় মহিলা ছাহাবী এমনটি করতেন (উছাইমীন, মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১১তম খণ্ড, পৃ. ১২০; ফাতাওয়াউল ইসলাম সুওয়াল ওয়া জাওয়াব, প্রশ্ন নং-৭২৩৯১)।
প্রশ্নকারী : আয়েশা সিদ্দিকা, মোহাম্মাদপুর, ঢাকা।