উত্তর : দুগ্ধদানকারিণী মায়ের ছিয়াম রাখার কারণে যদি সন্তানের জীবনের আশঙ্কা থাকে অর্থাৎ ছিয়াম রাখলে স্তনে দুধ কমে যাবে, ফলে শিশু ক্ষতিগ্রস্ত হবে, তখন মা ছিয়াম ভঙ্গ করতে পারবে। কিন্তু পরবর্তীতে তা ক্বাযা করতে হবে (তিরমিযী, হা/৭১৫, সনদ ছহীহ)। আর যদি ক্বাযা করতে অক্ষম হয়, তবে ফিদইয়া স্বরূপ প্রত্যেক ছিয়ামের বিনিময়ে মিসকীন খাওয়াবে (দারাকুৎনী, হা/২৪০৬; সনদ ছহীহ, ইরওয়াউল গালীল, ৪র্থ খণ্ড, পৃ. ১৭, হা/৯১২)।
প্রশ্নকারী : মুজাহিদ, নারায়ণগঞ্জ।