উত্তর : কেউ কাউকে সালাম দিলে তার উত্তর দেয়া ওয়াজিব (সূরা আন-নিসা : ৮৬; ছহীহ বুখারী, হা/১২৪০)। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে সালাম দিলে প্রথমত মুখে উত্তর দেয়া ওয়াজিব, লিখে বা ভয়েসের মাধ্যমে দেয়া মুস্তাহাব বা ভাল (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৫১৫৬৭)।
প্রশ্নকারী : আবূ বকর, দুবাই।