উত্তর : আযকার বা তাসবীহ বলতে যা বুঝায় তা অবশ্যই ফরয ছালাতের সাথে সম্পৃক্ত; নফল বা সুন্নাতের সাথে সম্পৃক্ত না। সুন্নাত ছালাত শেষ করে কেবল নিম্নের দু‘আ পাঠ করা যায়। যেমন-
أَسْتَغْفِرُ اللهِ، أَسْتَغْفِرُ اللهِ، أَسْتَغْفِرُ اللهِ اللَّهُمَّ أَنْتَ السَّلَامَ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإكْرَامِ
এই দু‘আ ফরয ও নফল সব ছালাতের পরেই পড়া যায়। এ ছাড়া অন্য যিকির ও তাসবীহ তা সবই ফরয ছালাতের সাথে সম্পৃক্ত (ছহীহ মুসলিম, হা/৫৯১)। শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ) বলেন, অন্য যিকির ও তাসবীহগুলো রাসূল (ﷺ)-এর পক্ষ থেকে ফরয ছালাতের পর ছাড়া আমাদের নিকট পৌঁছেনি (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ইবনু বায)।
প্রশ্নকারী : ইসমাইল, সিরাজগঞ্জ।