উত্তর : মৃত ব্যক্তির নামে কুরবানী করার প্রমাণে কোন ছহীহ হাদীছ নেই। এ সম্পর্কে আলী (রাযিয়াল্লাহু আনহু) থেকে যে হাদীছ বর্ণিত আছে তা যঈফ (আবূদাঊদ, হা/২৭৯০; তিরমিযী, হা/১৪৯৫)। বরং মৃত ব্যক্তির জন্য সাধারণ ছাদাক্বাহ করবে (মির‘আতুল মাফাতীহ, ৫ম খ-, পৃ. ৯৪)।