উত্তর : ভাড়াটিয়া যে ঘর বা দোকান ভাড়ায় নিয়েছেন সেটি সম্পূর্ণ বা তার আংশিক পূর্ব নির্ধারিত প্রতিশ্রুত সময়ের মধ্যে অন্য কাউকে ভাড়ায় দেয়া জায়েয। তিনি যে টাকায় ভাড়া নিয়েছেন সেই ভাড়াতেই কিংবা তার থেকে কম অথবা তার থেকে বেশিতে ভাড়াতেও দিতে পারবে। কেননা ঘর ভাড়ায় নেয়া মানে তার থেকে উপকৃত হওয়ার মালিকানা বা স্বত্ব অর্জন করা। সুতরাং এখন তার জন্য ঐ ভাড়ার ঘর বা দোকান অন্য কাউকে উপহার স্বরূপ বা ভাড়া হিসাবে দেয়া বৈধ। তবে শর্ত হচ্ছে দ্বিতীয় ভাড়াটিয়া জায়গাটি ঐ কাজেই ব্যবহার করবেন যে কাজের জন্য প্রথম জনকে ভাড়ায় দেয়া হয়েছিল। যেমন বসবাস করার জন্য ভাড়ায় দেয়া হয়ে থাকলে সেটি কারখানা করার জন্য ভাড়ায় দেয়া যাবে না। কেননা এর মধ্যে ক্ষতির পরিমাণটা বেশি। এটিই জামহূর ফক্বীহের মতামত (আল-মুগনী, ৮/৫৪-৫৭; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ১৫/৯২; আল-মুনতাক্বা মিন ফাতাওয়া আল-ফাওযান, ৩/২২১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৮২৫৬৮)।
প্রশ্নকারী : কাবীরুল ইসলাম, রাজশাহী।