উত্তর : তাদেরকেও ফিতরা আদায় করতে হবে। কারণ রাসূল (ﷺ) প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফিতরা ফরয করেছেন। আব্দুল্লাহ ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘রাসূলুল্লাহ (ﷺ) মুসলিম নর-নারী, ছোট-বড়, গোলাম ও স্বাধীন সকলের প্রতি ফিতরা ফরয করেছেন (ছহীহ বুখারী, হা/১৫০৩; ছহীহ মুসলিম, হা/২৩২৫; মিশকাত, হা/১৮১৫)। ফিতরা প্রদান সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘ফিতরা হচ্ছে ছিয়ামের পবিত্রতা ও ফক্বীর-মিসকীনদের খাদ্য’ (আবূ দাঊদ, হা/১৬০৯; ইবনু মাজাহ, হা/১৮২৭; মিশকাত, হা/১৮১৮)।
প্রশ্নকারী : আব্দুল জাব্বার, যশোর।