উত্তর : দাওয়াতী মানসিকতা নিয়ে তাদের দাওয়াত দিতে হবে এবং বুঝানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে নিন্দুকের নিন্দাকে পরওয়া করা যাবে না (ছহীহ মুসলিম, হা/১৭০৯)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে তোমার প্রতি অন্যায় করে তাকে ক্ষমা কর, যে সম্পর্ক ছিন্ন করতে চায়, তার সাথে বন্ধন ঠিক রাখ এবং যে তোমার সাথে খারাপ আচরণ করে তার সাথে ভাল ব্যবহার কর’ (ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব, হা/২৪৬৭, সনদ হাসান)। তবে তারা যদি শরী‘আতের কোন বিধি-বিধান নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে বা কোন বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করে উড়িয়ে দিতে চায়, তাহলে তাদের সঙ্গ ত্যাগ করতে হবে (সূরা আল-আন‘আম : ৬৮; সূরা আন-নিসা : ১৪০)। কেননা এরূপ করা কুফরী (সূরা আত-তওবাহ : ৬৫-৬৬)। সাথে থেকে পথভ্রষ্টের আশঙ্কা থাকলেও তাদের এড়িয়ে চলতে হবে (সূরা আল-আন‘আম : ১১৬)।
প্রশ্নকারী : তাহেরা, সলুয়া, দৌলতপুর।