উত্তর : উক্ত দাবী গ্রহণযোগ্য নয়। বরং এ হাদীছ দ্বারা উদ্দেশ্য হল, এই পৃথিবীতে মুমিন যথাসময়ে ছালাত আদায়ে যতœবান ছিল এবং সে তা নিরবচ্ছিন্নভাবে পালন করেছে। তাই সে সূর্যকে অস্তমিত হতে দেখতে পেয়ে ছালাতের কথা স্মরণ করে। এখানে ছালাতের প্রতি তার যে আগ্রহ তা প্রকাশ পায়। কিন্তু কবরে ছালাত আদায় করে এমন কথা বর্ণিত হয়নি (ফাতাওয়া আশ-শাবাকাতুল ইসলামিয়্যাহ, ৫ম খণ্ড, পৃ. ৫৩৮১; প্রশ্ন নং-৩৫৬০৬)।
প্রশ্নকারী : মুহাম্মাদ বেলাল, ঢাকা।