উত্তর : উক্ত কৃত্রিম পদ্ধতিতে মাছের প্রজনন করা দোষণীয় নয়, বরং জায়েয। গৃহপালিত পশুসহ পৃথিবীর সকল প্রাণীকে আল্লাহ তা‘আলা মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তা‘আলা বলেন, ‘তিনি পৃথিবীর সব কিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন (সূরা আল-বাক্বারাহ : ২৯)। অনুরূপভাবে মাছও একটি কল্যাণকর ও বাণিজ্যিক সম্পদ। কাজেই মাছের বংশ বিস্তার ও উন্নয়নের লক্ষ্যে যে কোন দোষমুক্ত উন্নতমানের প্রজনন পদ্ধতি গ্রহণ করা যেতে পারে (ছহীহ মুসলিম, হা/২৩৬১, ২৩৬২, ২৩৬৩, ৬০২০, ৬০২১, ৬০২২; ইসলাম সাওয়াল জাওয়াব, ফৎওয়া নং-৯৮৬০৪; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৫৯৯৫; উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৭তম খণ্ড, পৃ. ৯)।
প্রশ্নকারী : মুহাম্মাদ ইবরাহীম, খুলনা।