উত্তর : অধিকাংশ আলেমের মতে উত্তম হল- যমযমের পানি এককভাবে অমিশ্রিত অবস্থায় পান করা। আর যদি তা অন্য পানির সাথে মেশানো হয়, তাহলে যতটুকু যমযম অবশিষ্ট থাকবে ততটুকুরই হুকুম অবশিষ্ট থাকবে এবং তার দ্বারা চিকিৎসা করা জায়েয, যদিও তাতে নির্ভেজাল পানির তুলনায় উপকারিতা কম হবে। অর্থাৎ যদি তার সাথে অন্য পানি মিশানো হয়, তাহলে তার উপকারিতা ও ফযীলত ততটুকু কমে যাবে যতটুকু অতিরিক্ত পানি মেশানো হবে। সুতরাং যমযমের পানিতে সাধারণ পানি না মেশানোই উত্তম। বরং পানি কম থাকলে অল্প অল্প করে পান করবে। এতেই উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহু আ‘লাম (বাদায়িউছ ছানাঈ, ৩/৬৩ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৫৩২৩৪; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১০৯৬৯৬; ফাতাওয়া আশ-শাবাকাতুল ইসলামিয়্যাহ, ১১/২৯ পৃ.)।
প্রশ্নকারী : উম্মে ওয়াছিনাত, লন্ডন।