উত্তর : যে কোন ক্ষতিকর জন্তুকে হত্যা করা বৈধ। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাঁচ প্রকারের জন্তুকে হত্যা করার নির্দেশ দিয়েছেন (ছহীহ বুখারী, হা/১৮২৮; মিশকাত, হা/২৬৯৮; শায়খ বিন বায, মাজমূঊ ফাতাওয়া, ৭/১৪৮ পৃ.)। ক্ষতিকর প্রাণীকে যেকোনভাবে মারা যেতে পারে। তবে আগুনে পুড়িয়ে মারা যাবে না। কারণ আগুন দিয়ে শাস্তি দেয়ার অধিকার শুধু আল্লাহর (আবুদাউদ, হা/২৬৭৩)।
প্রশ্নকারী : তামান্না, বগুড়া।