প্রশ্ন (২২): ‘দাতা ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষেরও নিকটবর্তী, জাহান্নাম হতে দূরবর্তী। আর কৃপণ ব্যক্তি আল্লাহ হতে দূরবর্তী, জান্নাত হতে দূরবর্তী, মানুষ হতেও দূরবর্তী, নিকটবর্তী। নিশ্চয় মূর্খ দানশীল কৃপণ জ্ঞানী অপেক্ষা আল্লাহর নিকট অধিক প্রিয়’- মর্মে বর্ণনাটি কি ছহীহ?
উত্তর : তাহক্বীক্ব : যঈফ। এ হাদীছের সনদে ‘ইয়াহইয়া ইবনু সাঈদ’ নামে একজন দুর্বল ও পরিত্যক্ত রাবী আছে (যঈফ তিরমিযী, হা/১৯৬১; সিলাসিলা যঈফাহ, হা/১৫৪; যঈফ আত-তারগীব, হা/১৫৫৫)।