উত্তর : মানহাজ শব্দের অর্থ হল- নীতি, পথ, পন্থা, পদ্ধতি, রাস্তা, সিলেবাস, কারিকুলাম ইত্যাদি। অপরদিকে আক্বীদা শব্দের অর্থ হল- বিশ্বাস, আস্থা, মতাদর্শ, আক্বীদা, ধর্মমত ইত্যাদি। শায়খ ড. ছালিহ ইবনু ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) বলেন, ‘মানহাজ শব্দটি আক্বীদার তুলনায় ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। মানহাজ আক্বীদার ক্ষেত্রেও হতে পারে আবার অন্য ক্ষেত্রেও হতে পারে। তাই দেখা যায়, আক্বীদা-বিশ্বাস, চাল-চলন, আচার-ব্যবহার, লেনদেন অর্থাৎ একজন মুসলিমের জীবনের সর্ববিষয়ে সর্বক্ষেত্রেই রয়েছে মানহাজের উপস্থিতি। পক্ষান্তরে আক্বীদা বলতে মৌলিক ঈমান বা বিশ্বাস এবং শাহাদাতাইনের অর্থ, দাবি ও চাহিদাকে বুঝায়। তাই আক্বীদার চেয়ে মানহাজ হল অনেক ব্যাপক ও সাধারণ একটি বিষয় (মানহাজ : আল আজবিবাতুল মুফীদাহ আন আসয়িলাতিল মানাহিজিল জাদীদাহ, প্রশ্ন নং-৪৪)।
প্রশ্নকারী : মাহফুজুর রহমান, নিমসার, কুমিল্লা।