উত্তর : মদ অপবিত্র। সুতরাং মদ পানকারীর হাতে মুছাফাহা করলে হাতে নোংরা ও অপবিত্রতা লেগে যায়। যা পোশাক ও শরীরে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এমতাবস্থায় ছালাতে প্রবেশের পূর্বে কাপড় ও শরীর থেকে অপবিত্রতা দূর করে নেয়া আবশ্যক। তবে ওযূর কোন সমস্যা হবে না (ফাতাওয়া আশ-শাবকাতুল ইসলামিয়্যাহ, প্রশ্ন নং-৩৭৫৯১)।
প্রশ্নকারী : হাসান, সাতক্ষীরা।