উত্তর : আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘ইমাম এজন্যই নিয়োগ করা হয়, যেন তার অনুসরণ করা হয়। কাজেই ইমাম তাকবীর বললে তখন তোমরাও তাকবীর বলবে। ইমাম তাকবীর না বলা পর্যন্ত তোমরা তাকবীর বলবে না। ইমাম রুকু করলে তোমরাও রুকু করবে। ইমাম রুকু না করা পর্যন্ত তোমরা রুকু করবে না। ইমাম ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বললে তোমরা বলবে, ‘আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ’ (আবূ দাঊদ, হা/৬০৩)। ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) বলেন, মুক্তাদীর জন্য প্রয়োজন ছাড়া জোরে তাকবীর বলা জায়েয নেই (মাজমূউল ফাতাওয়া, ২৩/৪০২ পৃ.)।
প্রশ্নকারী : মিছবাহুল ইসলাম আকন, পশ্চিমবঙ্গ, ভারত।