উত্তর : প্রশ্নে উল্লেখিত সাশ্রয়ের টাকা নেয়া আপনার জন্য হারাম হবে। কেননা আপনি কোম্পানীর পক্ষ থেকে আপনার পরিশ্রমের জন্য নির্ধারিত পারিশ্রমিক পান। মূলত প্রতিনিধি, এজেন্ট বা কর্মসম্পাদনের দায়িত্বশীল ব্যক্তির জন্য ক্ষমতা প্রদানকারী, দায়িত্ব অর্পণকারী বা এজেন্ট নিয়োগকারীর অনুমতি ব্যতীত কোন কিছুই নেয়া জায়েয নয়। বেতনভোগী কর্মচারীদের জন্য লেনদেনের ঐ অতিরিক্ত বা সঞ্চিত টাকা নেয়ার অধিকার নেই। যেহেতু টাকা এবং মাল কোন কিছুই তার নয়, বরং তার মালিকের। তাই লাভ-ক্ষতি সবটাই তার মালিকের প্রাপ্তব্য। তার ডিউটির জন্য সে তো বেতন পায়। সে তো একজন আমানতদার প্রতিনিধি মাত্র। তাই বেশি লাভ হলে তার মালিকের হবে, তার নয়। অবশ্য যদি মালিকের সে ব্যাপারে অনুমতি থাকে, তাহলে সেটি কথা ভিন্ন (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৪/২৭৩-২৭৫; মাত্বালীবু আওলান নূহা, ৩/১৩২ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৬৫৭৩; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-৩৮৪৪৫৪)।
প্রশ্নকারী : উম্মে মুহাম্মাদ ফারুক, মুহাম্মাদপুর, মাগুরা।