উত্তর : আল্লাহ বলেন, ‘দ্বীনের মধ্যে কোন বাড়াবাড়ি নেই’ (সূরা আল-বাক্বারাহ : ২৫৬)। আল্লাহর নিকট মনোনীত দ্বীন হল ইসলাম (সূরা আলে ‘ইমরান : ১৯)। সুতরাং মহান আল্লাহর মনোনীত দ্বীন ইসলামে কোন বাড়াবাড়ি বা চরমপন্থা নেই। উগ্রতা বলতে বাড়াবাড়ি, জোরজবরদস্তি বুঝায়। ধর্মীয় বিবেচনায় বলা যায়- নিজ ধর্মীয় বিশ্বাসকে অন্যের উপর জোরপূর্বক চাপিয়ে দেয়া। স্থিতিশীল, শান্ত পরিবেশে সাধারণ মানুষের উপর যারা জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দিয়ে ইসলাম কায়েম করতে চায়, নিরাপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করাকে জিহাদ বলে চালিয়ে দেয়, রাতের অন্ধকারে কিছু অপরাধী ব্যক্তিকে শাস্তির আওতায় এনে বিনা বিচারে তাদের জান-মালের ক্ষতি করতে চায় তারাই উগ্রপন্থী। এটা ইসলামে নিষিদ্ধ। জানা আবশ্যক যে, জিহাদ ও জঙ্গীবাদ বা চরমপন্থা কখনো এক নয়। কারণ জিহাদ ক্বিয়ামত পর্যন্ত চলমান থাকবে, যা শরী‘আতে বর্ণিত শর্ত অনুযায়ী মুসলিম শাসক কার্যকর করবে। তাই মুসলিম ব্যক্তি মাত্রই নিজের ভিতরে সর্বদা জিহাদের আকাক্সক্ষা পোষণ করবে (ছহীহ মুসলিম, হা/১৯১০; আবূ দাঊদ, হা/২৫০২)।
প্রশ্নকারী : রিযওয়ান, সরিষাবাড়ি, জামালপুর।