উত্তর : চোখ বন্ধ করে ছালাত আদায় করা যাবে না। রাসূল (ﷺ) এবং ছাহাবায়ে কেরাম চোখবন্ধ করে ছালাত আদায় করতেন মর্মে কোন দলীল পাওয়া যায় না। তাছাড়া রাসূল (ﷺ) ছালাতের মধ্যে সিজদার স্থানে দৃষ্টি রাখতেন (হাকেম হা/৩৪৮৩; বায়হাক্বী, সুনানুল কুবরা হা/৩৩৫৭; হাকেম হা/১৭৬১; সনদ ছহীহ, ইরওয়া হা/৩৫৪)। অনুরূপ তাশাহহুদ অবস্থায় ডান হাতের তর্জনী আগুলের দিকে দৃষ্টি রাখতেন (নাসাঈ, হা/১২৭৫, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : তাহমীদ, জয়পুরহাট।