উত্তর : প্রথম রাক‘আতে দুইটি রুকূ‘ করবে এবং রুকূ‘র পূর্বে দুইবারই সূরা ফাতিহা পড়ে দীর্ঘ ক্বিরাআত পড়বে। দ্বিতীয় রাক‘আতও আগের মত পড়বে। তবে পূর্বের তুলনায় কম দীর্ঘ করবে (ছহীহ বুখারী, হা/১০৪৬; ফাতাওয়া উছায়মীন, ১৬/৩১২ পৃঃ; ইবনু হাজার আসক্বালানী, ফাতহুল বারী, ২য় খণ্ড, পৃ. ৫৩০)।
প্রশ্নকারী : ইউনুস, ব্রাহ্মণবাড়িয়া।