উত্তর : উক্ত দাবী সঠিক নয়। কারণ এ মর্মে যে বর্ণনা এসেছে তা জাল। ইমাম শাওকানী, ইমাম আলবানী প্রমুখ মুহাদ্দিছ এই বর্ণনাকে জাল ও ভিত্তিহীন বলেছেন (সিলসিলাহ যঈফা হা/১৯১০; যঈফুল জামে‘ হা/২৬৫৮)। এ মর্মে আরেকটি জাল বর্ণনা প্রচলিত আছে। যেমন- মুরগি আমার উম্মতের ছাগল আর জুমু‘আ গরীবদের হজ্জ। এর সনদে আব্দুল্লাহ বিন ইয়াজিদ মুহাম্মাশ নামে মিথ্যুক রাবী আছে (সিলসিলা যঈফাহ হা/১৯২)।
অনুরূপ টঙ্গির ইজতেমা হল, গরীবের হজ্জ। এটাও চরম মিথ্যাচার। এটা ইসলামের ফরয বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করার শামিল। তাই এ সমস্ত মিথ্যা কথা প্রচার করা থেকে বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : রুবাইয়া সুলতানা, রংপুর।