উত্তর : পবিত্র ও ওযূ অবস্থায় কুরআনুল কারীম স্পর্শ করা, তিলাওয়াত করা এবং লেখা উত্তম। তবে প্রয়োজনে বিনা ওযূতে কুরআনুল কারীমের আয়াত লেখা জায়েয। এমনকি প্রসবোত্তর ও ঋতুবতী ছাত্রীরাও কুরআনুল কারীমের আয়াত লেখতে পারবে। শর্ত হচ্ছে এদের জন্য শর্ত হল অক্ষর স্পর্শ করতে পারবে না (কাশ্শাফুল ক্বিনা, ১/১৩৫; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১০/২০৯; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১১/২১৪ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৬১৪৫৫)।
প্রশ্নকারী : সামিঊল ইসলাম, কুলপাড়া, রাজশাহী।