উত্তর : কবর স্থানের গাছের ফল খাওয়াতে কোন বাধা নেই। কারণ শারঈ নীতিমালা হল- ইসলামে হারাম বা নিষেধাজ্ঞা না থাকলে তা হালাল (সূরা আল-আন‘আম : ১১৯; মাজমূঊল ফাতাওয়া, ২১/৫৩৬ পৃ.)। তবে ওয়াকফকৃত কবরস্থান হলে তার গাছ ও ফল গোরস্থানের উন্নয়নে বা দরিদ্র অসহায় মানুষদের জন্য ব্যয় করা ভাল।
প্রশ্নকারী : মুহাম্মাদ বিল্লাল, ওয়ারী, ঢাকা।